এই ফুলটির বাংলায় নাম- নয়নতারা
অন্যান্য স্থানীয় নাম Cape periwinkle, Madagascar periwinkle, periwinkle, sadabahar, sadaphuli, sadasuhagi, sadsuhagan
বৈজ্ঞানিক নাম Vinca rosea / পরিবার Apocynaceae (dogbane, or oleander family)

কোথা থেকে এল নয়নতারা :
আদি নিবাস মাদাগাস্কার। বাংলাদেশ, ভারত ও আফ্রিকা সহ আরও বেশ কয়েকটি দেশে এঁর দেখা পাওয়া যায়। এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। বর্ষজীবী। কখনো কখনো অনেক বছর বেঁচে থাকতেও দেখা যায়। সারা বছরই ফুল ফোটে। সাধারনত ৭০-৮০ সেমি উচ্চতা। পাতা ৫-৭ সেমি লম্বা।
এর ফুল সাধারনত সাদা, বেগুন, গোলাপী, লাল রঙের হয়।
বুনোজংলী এই গাছটি অনাদরে ও অবহেলায় বাঁচতে পারে। সারা বছরই এই গাছ থেকে ফুল পাওয়া যায়। তবে পুরনো হয়ে গেলে ও যত্নে না রাখলে গাছটি শক্ত হয়ে যায়, ফুলও ধরে না।
ব্যাবহার :
ভেজষ গাছ হিসাবে নয়নতারা বিশেষ পরিচিতি আছে। এই গাছের নিস্কাষিত রস ডায়াবেটিকস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ক্রিমি রোগে, মেধাহ্রাসে, লিউকেমিয়া, মধুমেহ, রক্ত প্রদরে, রক্তচাপ
বৃদ্ধিত, সন্ধিবাত সহ নানা রোগে এঁর ব্যাবহার রয়েছে। বোলতা প্রভৃতির হুলের
জ্বালায়/কীট দংশনে দ্রুত উপশম পেতে নয়নতারা ফুল বা পাতার রস ব্যাবহারের
প্রচলন লক্ষ্য করা যায়।
টবে গাছটি লাগানোর পদ্ধতি :
এই গাছ চার থেকে আট বা দশ ইঞ্চি পটে করবেন। মাটি হবে ৬০ ভাগ, ২০ ভাগ পাতা পচা সার আর ২০ ভাগ বালি, এক চামচ সুপার ফসফেট, পারলে গোবর সার বা পাতা পচা সারের ভাগটা বাড়াবেন। ৫০-৫০ হলে তো ভাল হয়। হাল্কা খোল পচার জল দিন ১৫ দিনে একবার। ব্যস এতেই রঙের হোলি বাগান জিড়ে-গ্যারান্টি দিলাম।















