বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

Banana Bush

ফুলের নাম - কাঠ মালতি বা টগর 

কাঠ মালতী নাম হলেও এটি টগরগোত্রের ফুল


গ্রীষ্মে বেশি ফুটলেও সারা বছর পাবেন টগরের স্নিগ্ধতা। ভ্যারিনেটা টগর দেখতে ভারি সুন্দর। এই টগর ছাঁটলে বেশ ঝাড়াল হয়। সাধারণ টগর বা কাঠ মালতি গাছে প্রচুর ফুল হয়।
















টবে গাছটি লাগানোর পদ্ধতি : গাছের মাপ যদি হয় দেড় দু'ফুটের মধ্যে তা হলে ৮ ইঞ্চি টব নিন আর যদি গাছ এর থেকে মাপে বড় হয় তা হলে ১০ থেকে ১২ ইঞ্চি টব নিলে হবে। এতে ৫০ শতাংশ মাটি, ২০ শতাংশ বালি, ৩০ শতাংশ পাতা পচা সার মিশিয়ে মাটি তৈরি করে নিন। এ্রর সঙ্গে ২ চামচ সুপার ফসফেট ও একমুঠো হাড়ের গুঁড়ো মিশিয়ে দিন। এবার টবে গাছ বসিয়ে টব শুদ্ধ গাছ সম্পূর্ণ সূর্যের আলোয় বা আধ ছায়াতে রেখে দিন। গাছের পরিচর্যার ক্ষেত্রে ১৫ দিন অন্তর নিমশিল্ড অথবা সুধাসুষম এই দুটোর যে কোনো একটি ২ চামচ করে দিতে হবে। যদি পোকা লাগে তা হলে মেটাসিড স্প্রে করতে হবে। ১ লিটার জলে ১০ ফোটা মেটাসিড দিয়ে ওই জল স্প্রে করতে হবে।
এই একই পদ্ধতি ও উপাদান দিয়ে টবের মধ্যে চাঁপা, করবী ফুলও ফোটাতে পারবেন।

বুধবার, ১৮ মার্চ, ২০১৫

গরমের মরসুমি ফুলের আবাহন।

Flower

































অনেকেই ভাবেন মরসুমি ফুল মানেই শীতের রঙের জোয়ার। এই ধারণা ধূলিসাৎ হওয়ার সময় এসে গিয়েছে। সুতরাং আজি লেগে পড়ুন ।